Srijonshil Gaibandha Organizes Art Competition at Asaduzzaman High School & College
📅 Date: November 30, 2019
📍 Venue: Asaduzzaman High School & College, Gaibandha
To inspire creativity and artistic expression among children, Srijonshil Gaibandha organized an art competition on November 30, 2019, at Asaduzzaman High School & College in Gaibandha Sadar.
Students from both primary and secondary levels participated in the event. Through colors and imagination, they expressed themes of nature, environment, peace, and humanity on paper.
At the end of the competition, winners were awarded prizes and certificates by distinguished guests.
The event was graced by school authorities, teachers, guardians, and members of Srijonshil Gaibandha.
Organizers stated that such creative initiatives help develop children’s intellectual and emotional growth while encouraging positivity and awareness from a young age.

আসাদুজ্জামান হাই স্কুল অ্যান্ড কলেজে সৃজনশীল গাইবান্ধার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
📅 তারিখ: ৩০ নভেম্বর ২০১৯
📍 স্থান: আসাদুজ্জামান হাই স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা
শিশুদের সৃজনশীলতা ও চিত্রশিল্পের প্রতি আগ্রহ বাড়াতে সৃজনশীল গাইবান্ধা আয়োজন করে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর ২০১৯ তারিখে গাইবান্ধা সদরের আসাদুজ্জামান হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।
প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশুদের কল্পনা, প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা এবং মানবিক মূল্যবোধ তাদের আঁকায় উঠে আসে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সৃজনশীল গাইবান্ধার সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের মেধা ও মনন বিকাশে সহায়ক এবং তাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলে।
